কবিতায় সন্দীপ বাউটী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
লোকায়ত ঘরের প্রাচীরে
চলমান সিঁড়ির ওপারে শুয়ে আছে
অসংখ্য বিধ্বস্ত হারমোনিয়াম
হার না মানা শব্দের উপর
সময়ের বিকৃত রুচি
তবুও
একটি সাইকেলের চাকা
পাতার ফাঁকে এসে দাঁড়াল
ট্রাফিক মোড়ে লালায়িত চোখ
কয়েকটি লণ্ঠনের আলো
রাস্তার ধারে পরিত্যক্ত পূজোর ফুল
ছুঁয়ে আছে
একটি প্রাচীনতম সভ্যতা
ও তার ব্যাধিত সংস্কৃতি
মাঝেমাঝে মন্ত্রোচ্চারণ শোনা যায়
খেলনার মতো
গাড়ির জানলার জীবন্ত শব
ঝুলে আছে মাঝরাতে
আবর্জনার স্তূপের নিচে
একটি প্রৌঢ়ত্বের শহর
বিস্মৃত জাহাজের মতো ভেসে বেড়ায়
অনন্তকাল
লোকায়ত ঘরের প্রাচীরে
এখন শুধু অন্ধকার বাস করে
যদিও যুবকের নির্বাক শরীর
আজ একটি উদ্বাস্তু কারখানা।