সময়ের পাখসাটে যা কিছু বর্ণমালা
বিদায় লিখে গেছে,
এখন শুধু দুটো চোখ দেখতে পাই,
দুটো ক্ষুধার্ত চোখ নিয়ে
যে মেয়েটি হাপিত্যেশ করে রাস্তায়
মৃত্যু ছাড়িয়ে গাড়ির পিছু নিয়েছিল..
আদতে খিদে পিছু নিয়েছে জীবনের।
দূরে দাঁড়িয়ে মা ভাতের গন্ধ খোঁজে।
উস্কো খুস্কো কোটরাগত দুটো চোখ
এখন আমার অক্ষরনামার স্বপ্ন-ব্যথা।
পাখসাটে একসময় পরিযায়ীর গল্প লেখা হতো,
এখন সেখানে শুধু ক্ষুধার যন্ত্রণা লেখা থাকে,
মনে পড়েনা বর্ণমালার কোনো অক্ষর।
হাড়হিম করা
উনুন হাড়ি থালা
প্রেতের মত চেয়ে আছে,
কেউ বুঝবে না,
বুঝবে না তুমি আমি আপনি
খবর বা খবরের সংবাদপত্র,
ডান বাম সব নীতিবাদ আওড়ায়,
কেউ বোঝেনা,
এখানে ওখানে ক্ষুধা সামনে রেখে
সাহায্যের বিজ্ঞাপনী সহস্র ক্লিক।
কেউ কারো ভাতের খবর রাখে না,
এমনকি মহামারিও এই ক্ষুধার ইতিহাস জানে না।
কোথায় রোগ কোথায় মহামারী
ভাতের স্বপ্নই যেখানে আহামরি।