কবিতায় শৌর্যদীপ সান্যাল
সূর্যালোক
হলদে আলো বিষাক্ত এক স্মৃতির মতই রূপকথা,
একটু খানি অসাবধানেই সহজলোভ্য চোট-আঘাত।
আজকে যারা ঝলমলিয়ে করছে পালন বার্থডে ট্রিট,
পরের বছর জন্মদিনে তাদের চোখে তুষারপাত।
উবের-ওলা এই শহরে করছে বহন ক্লান্তিসুখ,
কিশোরকুমার বাঁচিয়ে রাখেন গভীর রাতের চিঙ্গারি,
বিষ্ফোরনের শব্দ পেরোয় তোমার বাড়ির অন্ধকার,
আমরা কফিন আগলে রেখে, মেসেঞ্জারে স্নান সারি।
ভিজতে ভিজতে হলদে আলো একাই দাঁড়ায় ফুটপাথে,
পায়রা ওড়া মায়ের ঘাটের সামনে স্থানু সূর্যালোক,
যে বিশ্বাসে খুনের পরেও মানুষ দাঁড়ায় আয়নাতে,
সে বিশ্বাসে সদ্যজাত শিশুর চোখে সকাল হোক।