জন্ম- ২৫/১০/১৯৮০
শিক্ষাগত যোগ্যতা - বি এস সি ( কেমিস্ট্রি)
পেশা- সরকারী কর্মচারী
বাসস্থান - গড়িয়া, কলকাতা
প্রকাশিত কবিতা- দেশ, সানন্দা, কবিসম্মেলন, কবিতা পাক্ষিক, অনুষ্টুপ, অদ্বিতীয়া, গৃহশোভা, ক্লেদজকুসুম, একুশশতক, একদিন, বসুমতী, কৃত্তিবাস, কথাসাহিত্য, যুগশঙখ প্রভৃতি পত্রিকা
বই- ২টি (চুম্বনে অচেনা ভাস্কর্য ও দরজার ওপারে...)
সম্মান- আত্মদ্রোহ সাহিত্য সম্মান। এখনও পর্যন্ত প্রকাশিত কবিতার সংখ্যা সহস্রাধিক।
কবিতা ছাড়াও আগ্রহ- অণুগল্প
ভূমধ্যসাগরের পাখি
ভূমধ্যসাগর পেরিয়ে এসেছে একটি পাখি
রামধনু রঙ
সোজা এসে বসেছে বারান্দার রেলিং-এ
চিনি না।অচেনা পাখি
আমার দিকে তাকিয়েছিল ঠায়
যাবার আগে একটা পালক দিয়ে গেল
আর বলে গেল,”যত্ন করে রেখো,
ওটির গায়ে রোদ্দুর লেগে আছে,
দেখো যেন উষ্ণতা জুড়িয়ে নাযায়“