জলের দরে বিকিয়ে দিচ্ছে সব
খুব সাধারণ হিংসুটে এক কবি
দিচ্ছে আয়ু বিলিয়ে দিচ্ছে পথ
পথেই পাওয়া নিজের রাখা সবই ,
কোথায় আমি আমার আবরণ
বসতি জুড়ে নগ্ন দেখা গ্রাম
জলের নিচে এতো কালের ঢেউ
ভাসিয়ে রাখা একটি কোনো নাম ,
লিখছে যত চেনা ছকের গান
ততই সুর পিছলে যায় সরে
জলের দরে বিকিয়ে যাচ্ছে সব
হাটছে পথ চেনা সময় ধরে ,
ভিড় হচ্ছে একটু করে পথ
লিখছে চেনা গ্রামের নদীজল
লিখছে আয়ু প্রতিদিনের মতো
তার যেটুকু ভাবনা সম্বল I
২। রূপান্তর
এতো বেশি ক্ষমা করে কেউ?
তোর শুধু নীল জল ঢেউ ,
মাঝে মাঝে ভেসে উঠে বালি
চলে যায় দিনগুলি খালি ,
সব ঢেউ ফেলে দিয়ে এসে
ভেঙে পড়ে হাহাকারে হেসেI
তাই এতো চারিদিক আলো
যেই দেখে তার লাগে ভালো ,
এতো বেশি ক্ষমা করে কেউ
তোর জলে নীল রং ঢেউ I