• Uncategorized
  • 0

কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

দিনলিপি

এমন দুঃখের দিন শেষ হলে
তোকে নিয়ে একদিন চলে যাবো
পাঁচমুড়া পাহাড় এর কোলে I
নিচের বিপনী থেকে মালা কিনতে গিয়ে
দেখে নিবি পুঁতির আগায় গাঁথা মেঘ –
চারিদিকে জীবনের তরঙ্গের মতো
ঘাস ফড়িঙের আনাগোনা,
ঝর্ণার কলতানে ভৈরবী রাগিনীর স্রোত
অদীক্ষিত পৃথিবীর কানে মন্ত্র দিয়ে দিলে ,
আর একবার জেগে উঠবে পাহাড়ি তিতির
ঘুম থেকে, তারপর চলে যাস যদি
স্পর্শের অনেক দূর থেকে জেগে থাকবে
নক্ষত্রের বন , হন্যমান আমার শরীরে II
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *