প্রথম প্রেম- কবিতা, ক্লাস সিক্সে প্রথম কবিতা প্রকাশিত। কাব্যগ্রন্থ- "কুড়ানো ঝিনুক" এবং "চাঁদের অনুরোধ"। বর্তমানে "শব্দ মিছিলে আমরা ক'জন" পত্রিকার সম্পাদক।
অনিয়ম
যে কোনো বন্দরে নেমে যেতে পারি,
রক্তজবার মত অশ্রুর ছিটেফোটা গায়ে লাগলে;
সামান্য ঝেড়ে আবার শুরু করব
পথ চলা
সাধারন কিছু বেলা ডুবে যাওয়া বিকেলে;
জংলা পাতার বনে হারিয়ে যেতে কোন বাধা নেই;
ডুবুরির মৃতদেহে ঝড় আসেনি, তাই
ভীষন মিথ্যে ভালোবাসাও
সত্যি হয়ে ওঠে;
যিনি রাস্তা বাতলে দিতেন
তিনি অবসরপ্রাপ্ত!
আর, আমাদের চারিপাশ,
অনাদরে বেড়েওঠা চার দেওয়াল।
ভাটিয়ালি
শেষ বারের মত ভাটিয়ালি গাও―
আমি শুনে নেব অবাক চোখে।
তোমার অমাবস্যা কালো চুলে
খেলা করবে – স্বাধীনচেতা পুরুষ।
পশ্চিমের শেষ আলো যখন
ছুঁতে যাবে অচেনা জানালা
ঠিক তখন তুমি গাইবে ভাটিয়ালি।
আমি শুনে নেব খোলা চোখে.. ।
প্যারাগ্রাফ
বছর পুরনো প্যারাগ্রাফ,
পড়তে গেলে সন্ধ্যা হতে লাগে;
যেদিন প্রথম চড়ুইভাতি হয়
ভিজেছিলাম অন্ধকারে।
গাছের পাতা ভিজে যায়,
বৃষ্টির ফোটাও জানে প্রেম;
অবকাশ নেই ভালোবাসার।
মেঘ তো ছিলই সঙ্গোপনে,
ছাপোষা শরীর আছে, তোমার!
মেঘ জানত – শ্রাবনের অজুহাত?
জানতো, এভাবেও ভালোবাসা যায়?
এভাবেও ঝরে পরা যায়?