• Uncategorized
  • 0

 কবিতায় শুভজিৎ বোস

প্রতীক্ষা

তুমি আসবে বলে মনের মধ্যে এক  আকাশ দেখছিলাম
মেঘলা যৌবনে  সূর্যরঙা  উত্তাপ  ছিঁটিয়ে দিচ্ছিল অপূর্ব এক  নারী,
আমার ভালোবাসার রোদ আজও কিন্তু  সেই  উষ্ণতাই দেয় আমাকে ।
শহুরে পূর্ণিমায় ডুব দেয়  তিস্তার গা ঘেঁষে দাঁড়ানো রেলওয়ে  জংশন,
সেদিনের মেলামেশাটা আমার কাছে আজও এক একটি  ভ্যালেন্টাইন ডে,
কিন্তু তোমার কাছে বারে বারে তা কল্পিত সময়ের আবদার ।
তুমি রেগে গিয়ে বহু বার আমার আবেগ খামচে দিয়েছ  শরীর ভেবে !
আমার ব্যাথা লেগেছে,কিন্তু তা  হৃদয়ে ! রক্ত বেরিয়েছে শূণ্য হাহাকার বুক থেকে,
বলছি তোমার রঙিন নখগুলোর আকর্ষণ খুবই জটিল !
কিন্তু তাতে আমার লাভের দরজা বোধ হয় আজ বন্ধ ।
জানি না তুমি আমার প্রেমকে কবর দিয়ে দিয়েছ কিনা !
কিন্তু তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলি আজও ঝরেনি,
প্রতীক্ষার সকালে আমার ভালোবাসার ডাক নাম হারিয়ে যায়,
ভাঙা রোদ্দুরের শরীর বেয়ে তাই অভিমানের অশ্রু ঝরে !
নাম নাজানা ব্যাথার  খামে তাই ভরে রেখে দেই আমার  অধৈর্য সমাপ্তি সঙ্গীত।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।