কবিতা – শিবরাম চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বিদ্যাসাগর২০০/বিশেষ সংখ্যা
বিদ্যাসাগর ও বাঙালী
বিদ্যাসাগর, তুমি, প্রাতঃস্মরণীয় I
তোমার ছবি দেখে, লিখতে পড়তে শিখে আপামর বাঙালী সমাজ I
গরিব ছেলেমেয়েরা এখনো ভরসা রাখে ল্যাম্প পোস্টের আলোতে I
তোমার বর্ণপরিচয়ের বর্ণগুলো চিরকাল বাঙালির রক্তে প্রবহমান I
তোমার রাতজাগা, চোখে সর্ষে তেল, তোমার ঘুম তাড়ানো অভ্যেস বাঙালির সাফল্য আনে I বাংলায় বান এলে, মনে ভাসতে থাকে তোমার মাতৃদর্শন I তোমার আপোষহীন চটি জোড়া আজও বাঙালিকে বদলা নেওয়ার সাহস দেখায় I
তোমার জন্য, তোমার ফোন দেখানো পথে ক্ষুধা আর মেধা সম্মানিত হয় বাঙালি সভ্যতায় I
আর্তের আর্তনাদে তুমি দয়ার সাগর I
মাতৃভক্তির প্রতীক, তুমি সমাজস্তম্ভ I
কত বিধবা পেয়েছে প্রাণ,
কত অসহায় পেয়েছে শিক্ষা,
গড়ে উঠেছে বিদ্যামন্দির I
বাঙালী হৃদয়ে অঙ্কিত তোমার নাম I
উজ্জ্বল জ্যোতিষ্ক তুমি, তোমাকে প্রণাম I