কবিতায় শমীক সেন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অপেক্ষা
মাথার ভিতর আগুন জ্বলে সমস্তক্ষণ
পুড়ছে তবু ফুরোচ্ছে না অরণ্যানী
সবুজ বয়স পুড়তে পুড়তে বিমর্ষ ছাই
ছাইকে এখন বোধিজ্ঞানের দোসর মানি।
সংসারে এই বীরত্বহীন পুড়তে থাকা
কোথাও যদি একটুখানি ছিদ্র থাকে
এই আকালে স্বপ্ন দেখা মনকে রাখা
অক্ষমতা নিজের জানি দুষবো কাকে?
ঘন্টা বাজে দূর পাহাড়ের অসম্ভবে
জীবনজুড়ে শিথিলতা হচ্ছে হবে
মধ্যরাতের দরজা খুলে হঠাৎ যদি
স্বল্পায়ু এই ঘুমকে ভাসায় পাগলা নদী!
নাচবে তখন ঢেউয়ের উপর অনন্তকাল
আকাশ ভেঙে উথালপাথাল বৃষ্টি হবে
অশ্রুবেগে অন্ধ মাছের ছিঁড়বে তো জাল!
বিপদবেশে মুক্তকেশী আসবে কবে!