আজ অসহায় পৃথিবীর মাঝে আমরা।
আমিও একা, কথা বলছি নিজের সাথে।
আসেপাশে কেউ নেই, সমালোচনা করার লোক নেই।
আমি একা আমাদের এই রাজার রাজত্বে!
কেউ শুনবে না আমার কথা আমি ইচ্ছা মতো কথা বলবো।
এই পৃথিবীতে আমি এক এবং অন্যতম যে নিজের সাথে কথা বলছে।
ভালো কথা মন্দ কথা আন্দোলনের কথা।
না না এখানে কেউ নেই শুধু আমি একা!
ইচ্ছা মতো কথা বলে যাবো সারাদিন।
কখনো কখনো তোমার সাথে ও কথা বললো , শুনবে তো?
আমি একা একাই কথা বলছি আমার সাথে কেউ নেই।