তোমাদের অন্বেষণী চোখ চিরকাল পথের শেষে দেখতে চেয়েছে ধ্রুব,
আর অন্তিম আকাঙ্ক্ষা তোমাতেই দেখতে চেয়েছে সমাধান।
এও জানি আক্রমণ এলে শেষের শুরু প্রতিষ্ঠা করে যায় ঘটনা ,আর দিয়ে যায় ভ্রম।
আঙুরের থোকার মতো টক মেঘ হয়ে ঝুলতে থাকে ইচ্ছে সকল ।
তোমাদের ক্যামেরা বিরল রিল ওয়াশের দেয়,
ঘুরিয়ে ফিরিয়ে ছবি দেখে বোঝে তার গন্ধ কেমন ।
এ সবকিছুই বুঝি।
শুধু বুঝেও বুঝি না এ জগৎ কেন নিয়ম বহির্ভূত হয়।
সরষে ক্ষেতের লোভনীয় মায়ায় যেন জোনাক ছিন্ন অন্ধকার,
বেজে ওঠে শব্দ হীন লড়াই ।
জানিনা কবিতারা দূর ভ্রমণের পিপাসা নিয়ে
কেন বন্দি হয় রিলে।
কবিতা যদি সত্যি কথাটি বলে,
আমি এও জানি
অভিনয় নয় কবিতাই মুখোশ পড়তে জানে।