শুধু তোমারই জন্য এই কবিতাটি লেখা।
তোমার শরীর,মন,ছোপছোপ সাদা কালো
আবেগ উদ্বেগ; টানাপোড়েনের ওঠা নামা
সবকিছু নিয়ে তুমি আছো।বুক,পেট,নাভি,
কোমরের ঢাল,উরু, –দ্রাঘিমা রেখাটি যেন
আলগোছে ছুঁয়ে যায় গোলার্ধ সীমানা
লম্বা চুলে ঢাকা ঘাড়, চিবুকের টান, গাল
বুকের ছোট্ট তিলটিও রেখেছি পরম যত্নে
তুমি ধরিত্রীর মতো আদিগন্ত অনন্ত শয়ান
উঁচু-নিচু আলপথ,কাশবন,সুগভীর খাদ
ভেজামাটি,সোঁদাগন্ধ,স্নিগ্ধদৃষ্ টি,উষ্ণকোমলতা,
সযত্নে সাজিয়ে দিই ত্রিমাত্রিক স্তবকের মতো।
শব্দের বদলে কিছু নিঃশ্বাস রেখেছি,-দীর্ঘশ্বাস;
সন্ধিস্থলে যতিচিহ্ন ; অলংকার-আবরণ হীন;
আচরণ অঙ্গীকারে কোনই সাযুজ্য ছিলনা,
তাই –অন্ত-মিল রাখি নি কোথাও
লাইন ভেঙেছি ইচ্ছে মতন
হৃদয়ের ভাঙাগড়া তুমিও তো জানো
সেই যন্ত্রণায় নিংড়ে যাওয়া রুদ্ধশ্বাস দিন
যাওয়া-আসা,কথা রাখা,ভালোবাসা-বাসি
হাসি,কান্না,দূরে সরে থাকা, -নির্বিকার,
প্রতি শব্দবন্ধে আছে আবশ্যিক উচ্চারণ হয়ে।
তোমার ক্ষণস্থায়ী আবেগের উত্তাপ ফুরালে
–আমি নিরুপায় হয়ে লাইনের শেষে দাঁড়ি টানি !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন