কবিতায় রুনা দত্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
উনিশে বা
উনিশে প্রথম ঠোঁট ছুঁয়েছিলে
তখনো হারিয়েছিলাম
ভালোলাগার ভালোবাসায়।
তারপর থেকে প্রতিদিন প্রতিমুহূর্তে
সামগ্রিক ভাবে ছুঁয়ে ছুঁয়ে যাও।
আমিও একটু একটু করে নির্দ্বিধায়
হারিয়ে যেতে থাকি
নতুন নতুন ভাবে ভালোবাসার মুগ্ধতায়।
আজ এতটা পথ পার করে এসেও তো
কোন বৈরাগ্য জন্মায়নি—
পূর্বরাগ অভিমুখী মনন আজও
ভালোবাসার চিহ্ন সাথে নিয়ে
আজ কাল ও আগামীর
আগমনী ঘ্রাণের উচ্ছ্বাসে দ্রবীভূত হয়।
এভাবেই আচ্ছন্ন থেকে যায় প্রেম শুধু প্রেম
উনিশে বা মধ্যবর্তী সময়েও
প্রথম বসন্তর ফোঁটা ফুলের মতো ।