কবিতায় রাজীব সিংহ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
দরমার ফাঁকে সূর্যালোক
শ্যাওলাসবুজ কাঠের পিছল সিঁড়ি হড়কে
ভারি অন্ধকার জলের অনেক নিচে তখন তলিয়ে যাচ্ছে দুপুর
ঝাঁঝি-মাছ আর ব্যাঙাচিদের ভিড়ে যেন হিলহিলে লাউডগা সাপ…
সেই ভারিজল নাকে চোখে মুখে বালকের, অন্ধকার দিন৷
ওর দুইঠোঁট ফাঁক করে পরমাপ্রকৃতি নামিয়ে আনে ঠোঁট
ডুবন্ত খেয়ার মতো সেই প্রখর রোদে তলিয়ে যায় বালক ও প্রকৃতি…
দরমার ঘরের ভেতর মাঝরাতে চাঁদ আসে৷
ঘুমন্ত বালকের পাশের শূন্যতা সহসা পূর্ণ হয়ে ওঠে, হালকা অন্ধকারে—
দক্ষিণের ঘরে তখন প্রাপ্তবয়স্ক ঝটাপটি৷ ঘনঘন শ্বাস৷ শঙ্খ লেগেছে৷
বালকের ডানহাত অনিবার্য চাঁদের কলঙ্কে৷ সারাটা রাত অনন্ত শূন্যতায়…
শুধু দরমার বাড়িটুকু অজানা উড়ন্ত বস্তুর মতো পাড়ি দিতে চায় মহাশূন্যে
দরমার ফাঁক দিয়ে সূর্যালোক ওই এসেছে বিছানায়