• Uncategorized
  • 0

কবিতায় রতন বসাক

” একই ঘরের “

প্রশ্ন থেকে যায় একটাই
এসে কেন ফিরে যাই ?
উত্তর কি আছে কোথাও ?
নিয়ে আসো তারে যাও ।
তবুও আসতে হয় এখানে
অভিনয় করতে হয় যেখানে ।
নিজের অংশ শেষ হয়ে গেলে
তবেই ফিরে যাবার ইশারা মেলে ।
কেউ যাবে আগে কেউ যাবে পরে
কেউই থাকবেনা এই জগতের ঘরে ।
তার ইশারাতেই এখানে আসি
কখনো কাঁদি আবার কখনো হাসি ।
যে যার পুন্য কর্মের ফলে
আমরা চলে আসি সবাই বলে ।
আসা থেকে যাওয়া যতটা সময় আছে
ব্যয় করতে হবে ভালো কোনো কাজে ।
ফিরে তো যেতেই হবে সেখানে
চলো সব ভালোভাবে কাটাই এখানে ।
যা কিছু ভালো কাজ করে যাব
ফিরে যাবার পরও সুনাম তার পাব ।
এসেছিলেম এই দুটো খালি হাতে
ফিরে যাবার সময় কেউ থাকবেনা সাথে ।
একা একাই আসতে হয় এই ভুবনে
জীবে প্রেম করো, কথাটি রেখো মনে ।
যদি যেতেই হবে তবে কেন আসি ভবে
ভালো লোকে কাজ করে যায় নীরবে ।
মন্দরা শুধু দোষ ধরে যাবে পরের
ভাবে না কভু আমরা সবাই একই ঘরের ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।