কবিতায় মীনাক্ষী লায়েক
পুরুল্যা
হেই মাই কাঁসাই শিলাই
মানভূঁইয়াদের চ্যোখের লোরে
বহে তর ধারা
শখের চোডোল ভাস্যে গেল
বিটিছিল্যার পারা।
এখনো বিনপাতে ট্যাঁস ফুটে
এখনো মহুল বনে ভমরা ছুটে
ভাদু টুসু অহিরা
চৈত গাজন ভক্তারা
মধুকবি দিয়েঁছিল পাষাণভূমি নাম!
কুঁদকুঁদা তর চাটান শরিল
সেই লাগ্যে!
বন বাদাড়ে শবর ছিল্যা রাত জাগে।
হে মা পুরুল্যা
বাইদে ট্যাঁড়ে বাগালছিল্যার মোহন বাঁশি
ভুখা প্যাটে ধামসা লিয়ে ঝুমৈর গীত
তবু তুই খরা রুখা সুখা
লকে বলে বলুকগা
মনসা পূজায় তকে পুজি মা
কুদরুম খেতে সুয্যি ঠাকুর লালিমা।