এই শহর জুড়ে নেমে আসা রাত
ক্লান্তিতে ঢলে পড়া ফুটপাত,
স্তব্ধ ট্রাফিকের গ্যাঞ্জাম
ট্রাম ডিপো,বাস স্ট্যান্ড।
শেষ ট্রেন চালিয়ে ঝাঁপ বন্ধ মেট্রো…
ঠিক সেই সময়…
পুরোনো কলকাতার অলিগলি
ঘিঞ্জি অন্ধকার রাস্তার শেষে
চকচকে জুতো, আধখোলা শাড়িতে
বাহারি ক্লিপে আঁট করে বাধা চুল
হঠাৎ খুলে দেয় সোনিয়া,মেরি অথবা দুর্গারা
চুলের অন্ধকারে গাঢ় থেকে গাঢ়তর হয় রাত্রি,
হুস বড় রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া গাড়ি
কিংবা অচেনা রোমিও দের উদ্দেশ্যে গেয়ে ওঠে তারা হঠাৎ করে..
আজ জানে কি জিদ না করো…।