কবিতায় মানস মণ্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
উত্তরের চিঠি
আমার কবিতা মাঝে মাঝে কোথায় যে চলে যায়
অনেক অচেনা এসে বলে
অনেক সতর্ক, জানলা , দরজা টেনে , পর্দা টেনে
বলে যায়
রাখতে পারিনা
বেগুনখোলার টুসু মেঝেনের ঘর সাজানোর ফাঁকে
খুব সাবধানে চোখ রাখি
মধুকুন্ডা হাটে , স্বপনের টাটকা নতুন আনাজের
মুগ্ধতা খুলে দেখি
বি.এ.পাশ টোটো চালকের হতাশার গায়ে
চলতি পথের অলৌকিক আলো জ্বালিয়ে খুঁজেছি
চাঁদের প্রস্তাব নিয়ে সারারাত হাত পেতে দাঁড়িয়েছি
ছুঁতে পারি নি কখনও
খুব যত্নে তুলে রাখি
অপেক্ষার স্বর
জানি , একদিন ঠিক পেয়ে যাব
চিঠির উত্তর ।