জীবন কী রকম মাঘের শীতে ?
স্মৃতির নিঃশ্বাস আর চুমুর বিশ্বাস
একটা শীতেই শেষ হয়ে যাবে ?
বিলাসী কোলাহল চেয়ে তুমি দারিদ্রকে গরীব বলো না
অনেকদিন কোনো সংবাদ পাইনি
তুমি অথবা আমি ,
তার মানে এই নয় , সবই দুঃসংবাদ |
কাল একটা জামা কিনেছি
কাঁঠালী চাঁপার মতো হলুদ রঙ ,
হলুদ ফুল , হলুদ আদর
অনেকদিন আমি ভুলে আছি ;
তাই সিগারেট ধরিয়ে সান্ধ্য গঙ্গা
হোটেলে নৈশ ভোজ
বুকের ওপর ফুলকাটা হলুদ জামা
রোমাঞ্চ অথবা রোমান্স
যদি কিছু একটা হয় |
যদি কিছু একটা নাও হয়
তবু তো কিছু একটা হলো |
অনেকদিন একই রকম , একই জীবন
সেই শ্যামল মিত্র , রবীন্দ্র সংগীত
এক তরকারি ভাত , ডাল
বই বালিশে নিদ্রা
বিকালে ঐ একটু ঘোরা
এবার একটু ঘুরতে হবে
টেলিফোনে হাত রাখতে হবে
হলুদ খামে লিখতে হবে
রোদ বারান্দায় বেলা ফুটেছে
ঘর ময় ম ম গন্ধ
বেলা শেষ হওয়ার আগে এসো একদিন
দেখা হবে , কথা হবে
একসঙ্গে একদিন |