• Uncategorized
  • 0

কবিতায় মানস চক্রবর্ত্তী

বানভাসি

কাল শ্রাবণে দারুণ বৃষ্টি
কাল শ্রাবণে মেঘ
কাল শ্রাবণে বন্যা এসে
ভাসিয়ে দিল দেশ |
দেশ বলতে একখানি ঘর
একটু ছোটো দাওয়া
সকাল সন্ধ্যা ওখানে বসে
খেতাম তামাক আর হাওয়া |
বানভাসিতে ভেসে গিয়েছে আমার মায়ের কোল
মাতৃ ছাড়া শিশু যেমন ঘর ছাড়া তো আমি
এসব কথা বলব কাকে
প্রধান শুধু ভোটার বোঝে
মায়ের ফটো , বাবার ফটো , বোনের বোনা আসন
তালের পাখা , শাখের শাখা
বাবার লেখা পুরানো গীতি , পুরানো পুঁথি
তামার বাসন কটি
এসব কী আর ভোটার পাবে ?
রিলিফে দেবে ?
ঘর মানে তো ওরা বোঝে
ইট , মাটি , দেয়াল আর কাঠ ই |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।