• Uncategorized
  • 0

কবিতায় মন্দিরা ঘোষ

জন্ম বর্ধমান জেলায় একটি সম্ভ্রান্ত জমিদার পরিবারে।শৈশব থেকেই বইয়ের আবহে বেড়ে ওঠা। শিক্ষা- বোলপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কবিতা পাক্ষিক,কৃত্তিবাস,শিলাদিত্য সহ বেশ কিছু লিটিল ম্যাগাজিনে পরিচিত মুখ।বিবাহসূত্রে বর্তমান ঠিকানা হাওড়ার শিবপুর।

মরবিড নামতাঘর

এমনই সব এলোমেলো অন্ধকার
যার সাথে কোন কিছুর লিংক নেই
একটার পর  একটা খুলে যায় ইস্কিমিক রাতের লকগেট
ঝিরঝির বৃষ্টির ব্যাকগ্রাউন্ডে
জেবিএলের ফ্লিপ টু থেকে রশিদ খানের মেঘমল্লার
বাজি রাখা যৌবনের নোটপ্যাডে মাল্টিকালার
নেলপালিসের দাম্পত্য
চুমুর ডিসেকশন রুমে চেরা গোধূলির ঠোঁট
সব কাটাকুটির ফলাফলে শূন্যতা বাসা বাঁধলে
রাজনীতির ব্যারিকেডে খিদের ডকুমেন্টারি
একটা অক্টেভ থেকে পরের অক্টেভে পৌঁছনোর আগেই
সব ডিলিট মোড
জিরো অপশনে আদিগন্ত  শূন্যতার উড়ান
নো ভ্যাকেন্সি জোনে কিছু নীলসাদা আঁচড়
সাড়ে তিনহাত জমির গেমপ্ল্যান রিভার্স না হলে
ব্যাকওয়ার্ডে জমা হয় কুয়াশার ফুটপাত
খিস্তিখেউরের  প্লাস্টিক দেওয়াল ফুঁড়ে
নির্মেদ তলপেটের  টান
ঘুম ঘুম রাত ঝিকিমিকি তারা
কারা যেন লটকে দেয় মাতালের  চোখ ল্যাম্পপোস্টে
অরাজনৈতিক মৃত্যুতে  কুকুরের কোর্টমার্শাল হলে
অ্যালজোলামের পাতা অবিকৃত থাকে

সময়ের কাছে আনমনা  মরবিড নামতাঘর
অথচ সংসার তো সাজানোই থাকে টিপটপ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।