সেই তারায় মোড়া আকাশের গায়ে
যে পরিণত হাওয়া ঘোরে চাদর বিছিয়ে
তার নেই কোনে সাক্ষীর প্রয়োজন, নেই প্রয়োজন
কোনো দলিলের মতো কাগজের,
অটল অধিকারির মতো সমালোচনার ধার ছিঁড়ে
সে চাদর বিছিয়ে ঘোরে,
তবুও, তবুও অব্যাহত আছে যে শঙ্খের ডাক
মুখ মুড়ে আনে সন্ধ্যের সন্ধান
আর কথা চায়ে বসে সেই অধরার কাছে
বল না গো , সব ভুলে ভালোবাসবে আমায় ?
কিন্তু যে হাওয়া ঢেউয়ের মতো বয়ে যায় শরীরে
আর অগ্নি সাক্ষীর সাথে স্থির রেখে যায় প্রদীপ
সে ভালোবাসার নামে পাতায় মুড়ে দেয় কেবল সুখের গন্ধ
রেখে যায় এক তৃপ্ত প্রেমের, সুখের গন্ধ
যা আত্মবিশ্বাসী মন স্পর্শ তো করে বসে
কিন্তু তাকে এঁকে উঠতে পারে না ।