স্মরণ ২০০: কবিতায় – মধুসূদন দরিপা

অন্য বিদ্যাসাগর
সত্যি বলছি বিদ্যাসাগর
এতদিন আপনাকে জানতাম শুধুমাত্র
অসাধারণ মানুষের কিছু সাধারণ গল্পের মতো
পথের ধারে মাইলস্টোন দেখে
আপনার ইংরেজি সংখ্যা শেখা
কিংবা মা ভগবতী দেবীর টানে রাতের অন্ধকারে
উত্তাল দামোদর পার হওয়ার বিতর্কিত কাহিনী
রেলের ইস্টিশনে কুলি সাজার চমৎকার
কিংবা সাহেবের সবুট পদ প্রদর্শনের প্রত্যাঘাতে
টেবিলের উপর আপনার সেই বিখ্যাত পাদুকা প্রদর্শন
পরমহংস শ্রীরামকৃষ্ণের সঙ্গে
আপনার ঐতিহাসিক সাক্ষাৎকার
কিংবা দুরবস্থা বনাম দুরাবস্থার বৈচিত্রে
আপনার অসাধারণ রসবোধের পরিচয়
সত্যি বলছি বিদ্যাসাগর
এতদিন আপনাকে জানতাম শুধুমাত্র
অসাধারণ মানুষের কিছু সাধারণ গল্পের মতো
আর আপনার বিধবাবিবাহ আন্দোলন
কিংবা বহুবিবাহ রোধ
সতীদাহ নিবারণ কিংবা স্ত্রীশিক্ষাবিস্তার
এসব জ্ঞান ছিল নেহাতই ইশকুলের পরীক্ষায়
‘ বিদ্যাসাগর’ রচনা লেখার সাধারণ স্মৃতিসম্পদ
কিন্তু আজ যখন আপনার জন্মদ্বিশতবর্ষে
সমস্ত সমাজ নিরক্ষর মানুষের
বর্ণপরিচয় আন্দোলনে উত্তাল
ঠিক তখনই নতুন করে আপনাকে খুঁজতে গিয়ে
উপলব্ধ হ’ল সম্পূর্ণ এক অন্য বিদ্যাসাগর
‘ স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড ‘
জানি এর বিরোধী ছিলেন আপনি
বরং কুসুমের মতো কোমল, কিন্তু
বজ্রের মতো কঠিন ছিল আপনার চরিত্র
মেট্রোপলিটন স্কুলে যেদিন কানমলা খেয়ে
নরেন্দ্রনাথের কান দিয়ে রক্ত পড়ছিল
তখনও তিনি বিবেকানন্দ হন নি
কিন্তু আপনার তিরস্কারে সেদিন
লজ্জিত সংকোচিত হয়েছিলেন প্রহারী শিক্ষকটি
শ্যামবাজার মেট্রোপলিটন স্কুলের
দ্বিতীয় শ্রেণীর সব ছাত্রকে
আপনিই বহিস্কার করেছিলেন ক্লাসরুম থেকে
অন্যায় আচরণের শাস্তিবিধানে
অথচ অপরদিন বাদুড়বাগানে আপনার কাছে
ক্ষমা চেয়ে পৌষ পার্বণের ছুটি চাইতেই
আপনার নিজের বাড়িতে পিঠে খাওয়ানোর
বিস্তর ব্যবস্থা করেছিলেন আপনি
বিদ্যাসাগর
আপনি নিজেই তো বাল্যবিবাহের শিকার ছিলেন
শুধু আপনি কেন
দেবেন ঠাকুর কেশব সেন
সত্যেন ঠাকুর নবীন সেন
জ্যোতি ঠাকুর অমৃতলাল
মায় বঙ্কিমবাবু ভূদেব মুখুজ্জে সব
আপনারই মতো ভোগ করেছিলেন
বাল্যবিবাহের কুফল
তাই বাল্যবিবাহরোধ আন্দোলন
এত তীব্রতর হতে পেরেছিল