আর কোথাও পাবে না আমাকে।
চরাচর জুড়ে শুধুই শূন্যতা।
মৃত্যুর মতো সন্মোহন।
সমুদ্রে ফেলে যাওয়া নীল স্কার্ফ
ঢেউয়ে ভেসে গেছে।
নীল স্কার্ফে বাঁধা ভাঙা সম্পর্ক ছিল।
বন্যতা ছিল।
বুনো স্ট্রবেরির মতো মগ্নতা ছিল তবু।
ঢেউয়ে ভেসে গেছে।
কোথায় খুঁজবে আমাকে।
প্রান্তরেও সন্ধ্যা নেমে গেছে।
আঠা
কাল যদি আর ফিরে না আসি।
এই বনভূমি, মেঠো পথ।
রোজ মায়া কুড়োতে আসি।
সংসারে নিয়ে যাব বলে।
মায়া ছাড়া এই নশ্বর সংসারে কী ই বা আছে।
সেই তো দিনান্তের আঠা।
সন্তানের পাশে বেবাক বসে থাকি।
পাঁজরেও ঘুন ধরে। ঘুণাক্ষরেও জানতে দিই না।
রোজ মায়া কুড়োতে যাই।
চালে -ডালে রেখে দিই রোজ।
আর যদি না আসি কখনো।
তবু ঘর-দোর আঠালো যেন হয়।