কবিতায় বিশ্বরূপ রাজগুরু by TechTouchTalk Admin · January 11, 2020 ছলনাময়ীকে(৭) শরীর গৌন করে রাখি মূখ্য হয় মুখোমুখি বসা- মনের গভীরে নেই ফাঁকি হট যাও কৃকর সর্বনাশা। তুমি কতটুকু দিতে পার সুখ না-পাওয়ার খুশি মাখি, অঙ্গে জড়িয়েছে ধ্যানের মগ্নতা, মুখ শুধু নির্বাক চলে তার সঙ্গে। ইশারায় কিছু কথা হয় বাকি কথা ঈড়া আর পিঙ্গলা তুলে রাখে মগজময় শিখে নিই ওজস্ শৃঙ্খলা। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 কবিতায় অনির্বাণ চট্টোপাধ্যায় December 21, 2019 by TechTouchTalk Admin · Published December 21, 2019