কবিতায় বিশ্বজিৎ দেব
ঝরা পাতাদের থেকে
চৈত্র সেলের খাতায় এবছরও
তোমার নাম রয়ে যাবে, স্বস্তিচিহ্ন আঁকা-
আগামীতে আবার ঝরাতে আসবে পাতা
শিব ঠাকুরের মেজেন্টর
গা থেকে হাড় জিরজিরে আলো
মাথার ওপর চক্কর খেতে খেতে
পুনর্বার নেমে আসবে গাছের গোড়ায়
হিসেবের মগডালে টিকে আছে যে নীরব পাতাটি তার দিকে হা করে তাকিয়ে থাকবে বছরের শেষ বিকেলের রোদ
বিদায়ের ভাণ করে এসে গান করে
সেও লেখা বকেয়া খাতায় …
সন্ধ্যার ইলিউশন
কথা বলা শেষ হলে
আমরা দুজন দুদিকে চলে যাবো
হাওয়া এলে যেরকম পাতা উড়ে যায়
পরস্পর পিঠ ঠেকানো দুটি কাঠের চেয়ারে
এসে বসবে হালকা বাদাম খোসা…সন্ধ্যার ইলিউশন..মেরু প্রদেশের থেকে এসে
মেরুপ্রদেশের দিকে ফিরে যাবার
বৈদ্যুতিন নির্দেশ
শেষ হওয়া কথাদের পর ডুকরে উঠবে কিছু ঘাসের ভণিতা..মেরুপ্রদেশের হিম..আরো মিথ্যে মিথ্যে তারাদের কথা এক্সিট গেটে দাঁড়িয়ে থাকবে ভাবলেশহীন সন্ধ্যার অতিরিক্ত সারচার্জ