কবিতায় বিপ্লব গোস্বামী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
প্রার্থনা
শুনেছি প্রভু তুমি বড় দয়াময়
কোথায় আছো দয়াল তুমি এ দুঃসময়।
বিশ্বজুড়ে মৃত্যু থাবা আতঙ্ক আর ত্রাস
মহামারি করোনাসুর সব করেছে গ্ৰাস।
প্রথম থাবায় উহান শহর করেছে উজার
একে একে সারা বিশ্বে সামরাজ্য বিস্তার।
যুবরাজ,প্রধানমন্ত্রী,স্বাস্থ্যমন্ত্রী,ডাক্তার
বৃদ্ধ,যুবা,শিশু,নারী,কারো নেই নিস্তার।
জানি না নরকুলের কোন পাপের ফলে
মানব জাতি ঢলিছে মৃত্যুর আঁচলে।
ক্ষমা করো দয়াময় মনবের সব ভুল
এ দুর্দিনে রক্ষা করো তোমার মানব কুল।
তুমি আদি তুমি অনন্ত প্রভু তুমি অন্তর্যামী
সর্ব জীবের সর্ব লোকের তুমিই স্বামী।
জানি না হে প্রভু তোমার কোন অভিশাপে
তোমার সৃষ্ট নরকুল আজ বড়োই বিপাকে।
প্রতিভা,যশ,অর্থের অহঙ্কারে মত্ত নরকুল
তোমায় চিনতে সদা সবে করে ভুল।
দয়া করে চোখ মেলো প্রভু সর্বশক্তিমান
এ দুর্দিনে বড় অসহায় তব সন্তান।
সব ভুল ক্ষমা করো হে দয়াবান
তব সন্তানেরে প্রভু করো পরিত্রাণ।
জাগো অরিন্দম প্রভু অমোঘ অস্ত্র ধরো
নিজ করে বিশ্বত্রাস করোনাসুর নাশ করো।