কবিতায় বিদ্যুৎ রাজগুরু
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
গাজন
সম্বৎসর চড়ক ঘুমায়
সাঁত পুকুরের জলে,
চোতের গরম মাখবে চড়ক
শিবের গাজন এলে।
যন্ত্রণা সব জলের তলায়
চড়ক শুধু জানে,
সূচের মতো বান গুলো সব
বিঁধবে মনের টানে ।
নীলের উপোষ দিয়ে গাজন
ভক্ত ঘুরে রোদে,
চোতের ঘাম ঝরছে এখন
ভক্ত নাচে কুঁদে।
যন্ত্রণা সব ত্বকের ভেতর
ঘিয়ের মতো গলে,
বান গুলো সব প্রাণ পেয়েছে
নীল তাপসের কোলে।
যন্ত্রণা সব ভালোবাসায়
চড়ক হয়ে ঘুরে,
যন্ত্রণারও স্বাদ আছে
জিভের বান ফুঁড়ে।
দশমুখী বান সেজেছে
ঘিয়ের প্রদীপ জ্বেলে,
আগুন চুমি ভালবাসায়
শিবের গাজন এলে।
যন্ত্রণা তো যায় উড়ে যায়
মনের টানে টানে,
চড়ক ঘুরে আজও যেন
ভালোবাসার বানে।
দুঃখের শরীর ধুয়ে গেছে
চোতের ঝরা ঘামে,
গাজন দেখি আজও আমি
আমার প্রিয় গ্রামে। ।