আমি বাতাসের গন্ধে উন্মাদ হয়ে
প্রথমবার সুইসাইডকে ভালোবেসেছিলাম
এটাই প্রথম নয়, তিন-তিনবার
সুইসাইড নোট লিখে চাপা রেখেছিলাম
আমার জীর্ণ পড়ার টেবিলে। আত্মহত্যা করতে সেদিন পারতাম
কিন্তু আমার নাকি মরার বয়স হয়নি
চব্বিশটা সিট্রোজিন আর আকন্ঠ মদ খেয়ে
পরেরদিন সকালে ঘুম ভেঙেছিল আমার
কারণ আমার এখনো মরার বয়স হয়নি।
তোমাতে বিভোর হয়ে সিলিঙে দড়ি বাঁধলাম
দুটো হাত আমার হাত চেপে ধরেছিল,
সেবারে সুন্দর করে লেখা নোটখানা
পুড়িয়েছিলাম আমার সিগারেট খাওয়া লাইটারে।
বেঁচে ছিলাম জীবন্ত লাশ হয়ে
শেষবারের প্রচেষ্টাও বিফল হয়েছিল
আত্মহত্যা পাপ বলে না হয়, সুইসাইড নোটে হাতের লেখাটা খারাপ ছিল বলে।