যুদ্ধ যুদ্ধ যুদ্ধ…
এ ভীষণ যুদ্ধ মানুষের আজ ‘করোনা’কে করতে স্তব্ধ।
মৃত্যু মিছিল বিশ্ব নিখিল অসহায় মানুষের হাহাকার ;
বিপন্ন আজ বিজ্ঞান তবু প্রাণপণ হাল না ছাড়ার…
এ যুদ্ধ বেবাক বিশ্বের এ যুদ্ধ সবার।।
বন্ধ সব অফিস শকট শিক্ষা বাজার চারিদিক শুনশান,
বন্দী মানুষ মুক্তি খোঁজে সঙ্কট বড় দিকেদিকে ফরমান।
কাঁদে অনাহার প্রাণ, না-ফেরা শ্রমিকের শত চিৎকার
পরাক্রম রাষ্ট্র যত মন্দাতে ডোবে কি হবে পরিত্রাণ?
মন্দির-মসজিদ-গির্জাতে তালা, মানুষের পাশে মানুষই থাকে-……
এ যুদ্ধ মানুষের এ যুদ্ধ সবার।।
ভাঙছে স্বপ্ন ভাঙছে ঘর ভাঙছে গতি এ সভ্যতার সুদূরপ্রসারী,
জাত-ধর্ম বিদ্বেষ ভূলে মানুষ লড়ছে যুদ্ধ সবার ‘করোনা’ মহামারী।
এগিয়ে আসতে হবে মানুষকে, জাগো মানুষ এবার জাগো মানুষে–
মুক্তি নেই নাহলে কারও এ ঘোর সঙ্কট আঁধার থেকে।
নয় রাজনীতি আজ গদির লড়াই, দু’হাত বাড়াও মরণ সন্ধিক্ষণে
এ যুদ্ধ বাঁচার এ যুদ্ধ সবার।।