• Uncategorized
  • 0

কবিতায় বর্ণজিৎ বর্মন 

প্রহরে মৃত্যু ধ্বনি 

একদল অচেনা পাখি উড়ে এসে
একে একে
গবেষণাগারের চুড়োতে বসল
তখন সন্ধ্যা নামছে ,
পাখি দের ঘরে ফেরার সময় –
পাখিরা স্ব্প্নের বাসায়  রেখে এসেছে ,স্ত্রী পুত্রকে…
কিন্তু তা ভাবলে হবে না -গবেষকদেরখবর দিতে
হবে আজ রাতেই –
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
ছুটে আসছে প্রহরের মৃত্যু ধ্বনি ।
মানুষ কে বাঁচাও বিঙ্গান,
মানুষকে বাঁচাও গবেষক
অতিমারি করোনার হাত থেকে ।
পাখিরা সমস্বরে প্রহরে প্রহরে
ডেকে উঠল , গবেষণাগারের চুড়োতে
এ করোনা প্রহরেরমৃত্যু ধ্বনি আঁকে ।
বিঙগান কি বুঝল পাখির ভাষা,
আমরা অপেক্ষায় তাকিয়ে বিঙ্গানএর দিকে
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।