কবিতায় প্রসেনজিৎ দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ছায়া
আমি ছায়ার(shade) প্রেমে পড়েছি,
জীবনের সেতু পেরোতে পেরোতে
কোন অভিমান নেই, রাগ নেই,
ধনী-দরিদ্র নেই, জাত নেই…
শুধু নীলাশার সন্ধ্যায় একটি জোনাকি হবো ।
কোন এক ঘুরঘুট্টি অন্ধকার বার বার তারা করে..
আমি হারিয়ে ফেলি তোমায়, হয়ত চোখের জলেই বিদায় নেবো।
সেই তুমি,
বিস্তৃত পথ আর হিসেব না মেলা অংক…
তবুও,
নিশ্চুপ বিদায়ে দু-ফোঁটা স্বপ্ন নিয়ে যাবো।
দেখা হবে,
পরজন্মে আমি ছায়া হবো তোমার, তুমি আলো হয়ে এসো…