পলক পড়বে না পৃথিবীর চোখে,
তাকে পদতলে রেখে দুটি শালুক পরান উড়ে যাবে পালকবিহীন অনন্তলোকে।
কংস এবং সোমেশ্বরী প্রবাহ থামিয়ে
আশ্চর্যতর দৃষ্টিতে চেয়ে রবে
কবিতার অবয়ব ভেদ করে
উর্ধ্বগামী দুটি পঙতির দিকে
দু’কূলের জনমন নিমগ্ন থাকবে লোকালয় বিমুখ
উড়াল ডানার অতলে।
পাতালঘরে ঘুমন্ত বয়স্ক ঘড়ি জেগে উঠে
অপ্রকৃতিস্থ হবে ধাবমান শরীরী উড়াল দেখে,
নিরানন্দের মৃত্যু মাড়িয়ে
শুধুই ভেসে যাব মেঘে আর মেঘে
আলোকবর্ষ থেকে আলোকবর্ষে…