কবিতায় দেবানন্দ মুখোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
একটি স্বাভাবিক কবিতা
ভালো রাখার শর্তে সব কিছু
তুলে দিয়ছিলাম তোমার হাতে,
দু’হাত ভরে নিয়েওছিলে তা।
হাতের কাঁপুনিটা তখন টের পাইনি,
পেলাম যখন,সব কিছু নিঃশেষ।
নীচের বালি কখন গেছে সরে
রয়ে গেছে শুধু জলে ভেজা দুই পা।