কবিতায় দিলীপ কুমার প্রামাণিক by TechTouchTalk Admin · Published May 25, 2020 · Updated May 24, 2020 সমুদ্র ভুল বুঝে ঝর্না হয়ে পাহাড় থেকে ঝাঁপ দিলাম। দেখি নদী হয়ে গেছি, বেয়ে চললাম কখনও সোজা,কখনো সাপের মত,ডানা নেই। তাই ইচ্ছেরা বল পাবে না। চলতে চলতে এক সময় সমুদ্রে গিয়ে পড়লাম। দেখি নোনা জলের ভান্ডার, এর নাম সমুদ্র! এখানে মিশে যাওয়া ছাড়া তো আমার উপায় নেই। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 কর্ণফুলির গল্প বলা সাপ্তাহিক ধারাবাহিকে সুজিত চট্টোপাধ্যায় (অন্তিম পর্ব) April 23, 2021 by · Published April 23, 2021