কবিতায় তুষার কান্তি ঘোষ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নীল বসন্ত
ডুমুরের ফাঁকে গলে নরম সূর্যের রঙ..
খেলে যায় বাতাস খেলা এ লাজুক চোখে,
মেঠোপথ অপেক্ষায় থাকে স্বপ্ন ভোরে..
একাকী শালিক কাঁদে করুণ শোকে !
চঞ্চল প্রশান্ত মন জুড়ে থাকে বন
নিমীলিত চোখে ভাসে দারুন সারি ,
রৌদ্র ছায়ার পথ নীল হাসি হেসে ,
অবাক চোখে নিলো হৃদয় কাড়ি !
অতীত ঘুরে আসে সোনার ফিনিস
পাগল- পরান পাখি যতনে ওড়ে
নীল ঢেউ বয়ে যায় ভাবনার চোখে ,
ডাহুক মন বুঝি এভাবেই পোড়ে !
প্রশ্ন-উত্তর
প্রতিদিন এই দিনরাত্রির ঘাটে
নাবিক-মন প্রশ্ন জমায় অবান্তর,
জীবন ফুরোয় কেনা-বেচার দরে..
মেলেনা,মেলে না তার উত্তর..!
আচ্ছা..
একটি মানুষ কত বছর বাঁচে ?
স্মৃতির পাতায় যত বছর আছে!
আচ্ছা ! স্মৃতির পাতা থাকে কতকাল?
বলি যতদিন তা না হয় জঞ্জাল..!
আচ্ছা…
মৃত্যু তবে কি স্মৃতির আর এক নাম?
স্মৃতি তো মেটায় বেঁচে থাকার দাম..!
মানুষ মরে,থাকবে কেন স্মৃতি?
এটাই তোমার মানুষ হওয়ার রীতি..!