কবিতায় তুলোশী চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
গর্বিত কালবৈশাখী ঝড়
হঠাৎ কাল তুমি এলে ডাক দিয়ে ঘুড়ুম ঘুড়ু
সাথে এলো বিদ্যুৎ ঝলকানি ,বৃষ্টিও হলো শুরু
বাতাস এতো জোরে এলো মনটা কাঁপে থরথর
এবার বুঝি উড়ে যাবে আমার জীবন্ত কলেবর?
গর্ব তুমি কোরোনা,কারন তুমি নামমাত্র কালবৈশাখী ঝড়
নিজেকে তুমি ভেবোনা যেনো মহাশক্তিধর,
কতো দরিদ্রের ভেঙ্গেছো ঘর-দুয়ার-বেড়া
জামা কাপড়ে কাদা মেখে করেছো ন্যাকড়া,
তোমার তো জানাই আছে গরীবের নাশ করতে পারে সবাই
প্রতারক ধনীরে যে করবে বিনাশ আজ তো তার বড়াই,
তোমার প্রতি নেই ক্রোধ,নেই সময় গর্ব করার
তুমি তো জানো চিনের জন্য তলিয়ে যাচ্ছে আমার বিশ্বপরিবার,
যদি তুমি ধংস করতে পারো করোনা আর উহান শহর
চিরকাল তবে তোমায় নিয়ে গর্ব করবো তুমি হবে গর্বিত কালবৈশাখী ঝড়।