কবিতায় তানিয়া ব্যানার্জী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

কোনো কিছুর সাথেই কম্প্রোমাইজ করিনা,
শিল্পই শেষ কথা। সুর আর শব্দে জীবন যাপন।
কলমের সাহায্যে কথা বলি। আপাতত কোনো কাব্যগ্রন্থ নেই।
শূন্যতা
আজ একযুগ হলো বুকের বাঁদিকটা খসে যাচ্ছে ব্যথায়।
কাবার্ডে পড়ে রয়েছে খালি ওষুধের স্ট্রিপ,
আমি তন্ন তন্ন করে খুঁজে চলেছি ওষুধ, ডাক্তার…
তাদের নাকি অনির্দিষ্ট কালের ধর্মঘট।
পথে কালো মাস্কে নিঃশব্দ বিপ্লব –
ওরা অজ্ঞাতবাসে…
ফেলে গেছে সব পোশাক, আশাক, পারফিউম–
আমিও খুব যত্নে রেখেছি আমার ন্যাপথলিনের প্যাকেট-টা।
আজ একযুগ হলো অবনী!
আমি খাইনি হেল্থড্রিঙ্ক, করিনি স্নান
দেখিনি আলো…
ব্যথা… বড্ড ব্যথা বাঁদিক ঘেঁষে,
আজ যেন একযুগ হলো।