কবিতায় জারা সোমা
আমিত্ব সাজাতে বয়ে গেছে বেলা
আধোআঁধারে ফিরে গেছে
পাখির দল
একটু পরেই যে মেঘ
ধর্ষণ করবে আকাশ
সে এখন পালন করছে নীরবতা
আমার বারান্দা জুড়ে আষাঢ়
বৃষ্টি ফোঁটায় গলে যাচ্ছে
প্রতিমার স্তন থেকে নিতম্ব
মুখে ফুটছে শোকের মানচিত্র
আমি গুনছি এক দুই করে
যে বলিরেখায় লুকিয়ে আছে
অপ্রকাশিত ইতিহাস…….