এর নামই গেরিলা আক্রমণ। তোমাদের সব ধারণা নস্যাৎ করে এই ভাবেই তলায় তলায় ঝাঁঝরা করে দেওয়াই ভাঙন। তাহলে এত অস্ত্রভাণ্ডার কিসের। আকাশ লঙ্ঘন, সমুদ্রসীমা , সীমা সুরক্ষা বলয়ই বা কী কাজে লাগছে এখন। বিনা বাধায় এই যে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পাখি, রাস্তা ঘুমিয়ে নিচ্ছে কুকুরের পাশে শুয়ে, ফুল ফুটছে নিশঃব্দে শুঁয়োপোকার গায়ের গন্ধে – এসবই তমসো মা জ্যোতির্গময়ঃ – এই সত্য বুঝে নিলেই আর কোথাও কোনো অন্ধকার নেই। আসলে ঘুরিয়ে ফিরিয়ে ধ্বংসেরই আরেক নাম সৃষ্টি। দূষণ কাটিয়ে দিয়ে আবার শস্যক্ষেত হয়ে যাক আমাদের ধূসর জমি।
এসো নীল, এসো নির্বিঘ্ন স্থিতি – পরমাণু থেকে শুরু হোক জয়যাত্রা আবার।