সেই কতকাল ধরে উর্ধ্ববাহু চৈতন্য গোঁসাই
এখনও কি প্রেমপাত্রে ধরে আছো প্রেমের মসীহা?
তাকে ঘিরে আছে যে পঞ্চতত্ত্ব
তারা সব ভাবোন্মাদ দেখে গৌর অঙ্গ ঘিরে আছে
পদাবলী চাঁদের অমিয়া
শোকেসের নিচেকার তাকে সাঁওতাল পুরুষ ও নারী
নরী তার পুরুষের সুপ্রসস্থ কাঁধে দিয়ে আছে ভঙ্গিমার হাত
এসবই তো দেখি, কারোরই আয়না নেই কোনো
তবু তারা ফেরি করে জাগতিক উপশম কত