কবিতায় কুমারেশ তেওয়ারী
নাটুয়া
গভীর ইঁদারাটির কাছে যাই, উঁকি মারি
ভেতরমহলে কার পড়ে আছে নাটুয়া শরীর!
প্রতিবিম্বে শুয়ে আছি অনন্ত তরল
জাগতিক ভ্রম মেখে অসম্ভব স্থির
শঙ্খলগ্ন নিয়ে কত কথা যে বলার ছিল
তিলের বিলাপ নিয়ে জটিল বিভ্রম
হৃদিপদ্মটিতে এতদিন কাঙালপণায়
ছিল যে রেণুবিলাস তার কথা বলতে পেরেছি কই
ঝরে ঝরে পড়ে গেছে অসমাপ্ত শ্রম
মধুলোভি মৌমাছিদের ভেতরে থাকা চক্রাবর্ত পথে
নিস্ফল খুঁজেছি কিছু জান্নাতের ঘোর
সিঁঁধ কেটে নিয়ে গেছে মহাকাল চোর
অন্নদামঙ্গল আজও হয়নি তো পড়া
অন্নদার মোহিনীরূপের ভেতরে
কুচযুগ মেধাবী বর্ণনা, এখনও অধরা
কুয়োর অতল তলে পড়ে আছে নাটুয়া শরীর
পরনে পোশাক এক জাদুকর মায়া, জাদুর ধরম
শত শত চুমকি বসানো
ভীষণ ধাঁধিয়ে দিই দর্শকের দৃষ্টির বিভ্রম