• Uncategorized
  • 0

কবিতায় কাজী জুবেরী মোস্তাক

মানবতার খোঁজে 

গিয়েছিলাম একটুকরো মানবতার খোঁজে
তোমাদের ঐ ঘুণে ধরা ভংগুর জনপদে,
ওলিগোলি ঘুরেছি,শহর থেকে শহরে ছুটেছি
আর বিপন্ন মানবতাকে পথে প্রান্তরে দেখেছি ৷
কখনো শ্বেতাঙ্গে রুপে কৃষ্ণাঙ্গ হত্যা করেছি ,
Isis এর দায়ে সিরিয়াকে জ্বলতে দেখেছি ,
বোমা মজুদের দায়ে ইরাক জ্বলতে দেখেছি
লাদেনের খোঁজে সারা আফগান পুড়িয়েছি ৷
নিজ ঘরে পরবাসী ফিলিস্তিনের যুদ্ধ দেখেছি
কোহিনুর স্বার্থে ভারত পাকিস্তান দ্বন্দ দেখেছি ,
মায়ানমারের বিভৎস রুপ দেখে প্রশ্ন জাগে মনে
জাতিসংঘ,মানবাধিকার সংস্থা কেনো মুখ লুকিয়ে ?
কাঁটাতারে ফেলানিকে দেখে প্রেস ব্রিফিং করেছো
আর কাঁটাতারের এপার ওপার মানবতা খুঁজেছো ,
মানবতার মুখোশে প্রতিনিয়ত মানবদরদী সাজো ৷
তনু হত্যার দায়ে অন্য দিখে মুখ ঘুরিয়ে রেখেছি
আর নষ্টা,কুলোটা অপবাদ দিয়ে অাত্মরক্ষা করেছি ৷
দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজাকে রক্তাক্ত হতে দেখেছি ,
বিবেক,মনুষত্বের চোখে কালো কাপর বেঁধেছি
আর মুখে কুলুপ এঁটে নিজে বেঁচে চুপ থেকেছি ৷
বিবেক,মনুষ্যত্ব,মানবতা আজ icu তে বন্দী
অথচ ব্যানার ফেস্টুন আমরা প্রতিবাদী সাজি
আর প্রতিনিয়ত সমব্যাথীর অভিনয় করে চলি
আসলে আমরা মানুষত্বহীন মানুষের অবয়ব চলি ৷

ফিরে আসার অপেক্ষায়

যদি এ শহরে আর একবার আসতে ফিরে
প্রিয়তমা ওগো জানতে তুমি আর শুনতে
আজও এ শহরের প্রতিটি মোড়ে মোড়ে
এক ভালোবাসার গল্প মানুষের মুখে মুখে
আর তা শুধু তোমাকে আর আমাকে নিয়ে ৷
যদি এ শহরে আর একবার আসতে ফিরে
প্রিয়তমা ওগো জানতে তুমি আর দেখতে
সেই কদম গাছটা আজ কতোটা বড় হয়েছে
আমাদের ভালোবাসার একমাত্র সাক্ষী হয়ে
যে কিনা প্রাণ পেয়েছিলো তোমার ছোঁয়াতে ৷
যদি এ শহরে আর একবার আসতে ফিরে
প্রিয়তমা ওগো জানতে তুমি আর দেখতে
ক্ষরস্রতা নদীটা কতটা নিষ্প্রাণ হয়ে গেছে
যেখানে আমাদের গোধূলীক্ষণ কেটেছে
তোমার কোলে মাথা রেখে প্রেমকাব্য বুণে ৷
যদি এ শহরে আর একবার আসতে ফিরে
প্রিয়তমা ওগো দেখতে আর আফসোস করতে
প্রাণবন্ত সে শহরটা আজ নিস্প্রাণ হয়ে গেছে
বুঝি! ওকে কেউ ধর্ষণ শেষে ফেলে রেখে গেছে
কারনটা শুধু আজ তুমি নেই বলে সে শহরে ৷
যদি এ শহরে আর একবার আসতে ফিরে
প্রিয়তমা ওগো দেখতে তুমি আর কাঁদতে
প্রেমে পাগল ছেলেটা সত্যিই পাগল হয়ে গেছে
আজও সে তোমার বাড়ির সামনেই বসে থাকে
বুঝি! তুমি আসবে অপেক্ষার অবসান ঘটিয়ে ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *