কবিতায় কাজী জুবেরী মোস্তাক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আমরাই দায়ী
ওরা আজ বিপথগামী ,
আমরা কখনো কোনো কাজে বাঁধ সাধিনি ,
পাশে বসে ভালো – মন্দের পার্থক্য বুঝাইনি ,
বিপথগামী না হওয়ার মতো পথ দেখাইনি ,
তাই বিবেকের কাছে আসামী তুমি-আমি ৷
ওরা আজ মাদকসেবী ,
যার দায়ভার আজ সমাজ বয়ে চলেছে
বয়ে চলেছে সারা দেশ আর গোটা জাতি ,
আমরাই প্রত্যক্ষ কিম্বা পরোক্ষভাবে দায়ী
আমাদের উদাসীনতাতেই ওরা মাদকসেবী ৷
ওরা আজ সন্ত্রাসী ,
আমরাই সন্ত্রাসী হওয়ার সুযোগ দিয়েছি
ছোট অন্যায়ে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছি ,
নীতিহীন নেতার অসাধুতাতেই ওরা সন্ত্রাসী
এর জন্য আমাদের অপরাজনীতিই দায়ী ৷
আপন স্বার্থে ধর্মের নামে অধর্মের নাম জপী ৷