• Uncategorized
  • 0

কবিতায় ঋতব্রত গুহ

জন্ম ১৯৮৮ সালের ১৫ ই সেপ্টেম্বর । বহুজাতিক সংস্থায় কর্মরত এবং বর্তমানে ব্যাঙ্গলোরেই বাস । প্রথম সম্পাদনা " নির্জনে বসে " । তারপর একটা লম্বা বিরতি । গত একবছর ধরে আবার লেখালেখি শুরু করেছেন । দেশ পত্রিকা সহ আরও কিছু পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে সম্প্রতি ।

শৈশব 

সদাচঞ্চল প্রবাহ হঠাৎ যেন থমকে গিয়েছে বাড়ির উঠোনে ।
এ যেন মহাপ্রস্থানের প্রস্তুতিপর্ব অথবা কোন আরোপিত
চিরস্থায়ী হাইবারনেশন ।
শ্যাওলা জমা কুয়োপাড়টা একসময় আমার কাছে মহাবিশ্ব ছিল ।
সপ্তর্ষিমণ্ডল চিনিয়েছিল কিছু সরলরেখা ।
সুবিশাল বাড়ির সহস্র গলিপথ পেরিয়ে পৌঁছে যেতাম
শেষতম বিন্দুতে ।আমার স্বপ্ন ছুঁয়ে বেড়াত
মাউন্ট এভারেস্ট থেকে মারিয়ানা খাদ ।
পৃথিবী ভাগ করতে কেউ শেখায় নি তখনও !
তারপর !
ত্রিশ বছর ধরে খুন করেছি শৈশবকে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।