হাসি ঠাট্টা খুনসুটিতে কাটত সকল বেলা
বেশ কিছু দিন চলেছিল বৃষ্টি রোদের খেলা।
আচম্বিতেই ভাগ্যাকাশে মেঘের কড়াৎ কড়
ধুলো ঝড়ে ভাঙলো আমার সাধের তাসের ঘর।
আষাঢ় শ্রাবণ মেঘে ঢাকে সঙ্গে পড়ে বাজও
“বৃষ্টি” ডাকটা শুনলে পরে চমকে উঠি আজও।
শরৎ মাসের সুনীল আকাশ হয়ত তার আজ ঘরে
মেঘ ঘনালেই আমার মনে অকাল শ্রাবণ ঝরে।
ঘুম না এলে গুনতি করি হাজার হাজার তারা
মিটমিটিয়ে জ্বললে বুঝি খুশিতে সব ভরা।
কোনও এক কে খসতে দেখলে আশঙ্কাতে থাকি
ওই তারাকে “বৃষ্টি” নামে কেউ ডেকেছে নাকি?