কবিতায় উত্তীয় চ্যাটার্জ্জী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কবিতা-অপরাধ
উড়োখবরের উত্তাপে গলে সম্পর্কের দেওয়ালগুলো।
শিরায় শিরায় উত্তেজনার কড়া মদ,
মাংসপিন্ডে জ্বলে স্থূল লালসার আগুন।
রক্তের সিন্ধুস্রোতে চকচক করে চোখ,পাশবিক প্রবৃত্তির তাড়নায়!
আদিম ক্ষুধার দাবানল জেগে ওঠে,
ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙাচোরা শিশি-বোতল-গ্লাসে।
সন্ধ্যাআঁধার মন্ত্র পড়ে নব যক্ষ-জন্মের ,
দশচক্রে মিশে যায় সংসারবদ্ধ কবিতা-অপরাধ!
খুঁটে খুঁটে খায় ঘরপরিজন সংসারবদ্ধ শব,
মনের মর্গে সেলাই টানে ক্ষতের পান্ডুলিপি।
যতবার ভাবি, ভুলবো দুঃখমাঠ,
সমাধিপৃষ্ঠা ততবার হয় আঙুলবাষ্পদগ্ধ।
রৌদ্রজয়ী খুদকুঁড়োর চারাগাছ,
ডুবোশৈলে খোঁজে নগ্ন পাতাশ্যাওলার ঘর।
সম্পর্কের দেওয়াল উত্তাপে গলে রোজ,
যক্ষ-জন্ম তোলে অমরত্বের দাবি।
স্থূল লোলুপতা ঢাকে ভদ্র মুখোশ
শোনা যায় অসাড় মনুষ্যত্বের পতনশব্দ।
রক্তের সিন্ধুস্রোতে পড়ে থাকে অবশেষ
অভিশাপের তলায় চাপা পড়ে কবিতা-অপরাধ!