কবিতায় আশরাফুল মন্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আঁচড়
সেই মেয়েটিকেই দেখি শুধু। একমাত্র সম্বল ইজ্জত খুইয়ে সে বিবসনা। চারিদিকে দাঁড়িয়ে নাগরিক চোখ পলকহীন। চেটে নিচ্ছে বেইজ্জত শরীরের নগ্ন ভাঁজ।মনে আঁকছে মদির দৃশ্যসকল। ঠিক কীভাবে লুঠ হয়েছে তার ঠাসা দেহবল্লরী!নধরদেহ রাঙা করেছে ঠিক কতগুলো অব্যর্থ লালাঝরা কামড়! সমবেত নাগরিকবৃন্দের চোখে অনুমানযোগ্য উপভোগমধুর মাপামাপি।বেহায়া মেয়েটি কাঁদে না। মাদাম তুসোর মিউজিয়ামে নিশ্চল দাঁড়িয়ে থাকা মোমের ধ্রুপদী পুতুল যেন।
মেয়েটির শরীর ভরে যাচ্ছে অজস্র চোখের
আঁচড়ে…