সুরভি ফুল ফোটার গন্ধে , চল চপলার চকিত চমকে , পূর্ণ চাঁদের মায়ায়
বিশেষের বার্তা যদি পাও , যদি ভেসে যাও তোমায় আমি দোষ দেবো না
সকলেরই স্বপ্নে থাকে বিশেষ , সপ্তপদীর সেই অদ্বিতীয়া ‘ ও যেন আমাকে টাচ্ না করে ‘ র বিধিবদ্ধ সতর্কীকরণ পেরিয়ে অবধারিত মাটির হাত যাকে ছুঁয়ে ফেলে ,লেন্সের লক্ষ্য ভেদে যে ছবি জায়গা পায় অবশেষে আর্কাইভে
সেই তাজমহল , ভ্রমণের টুকরো আনন্দ যা শেষ পর্যন্ত ইতিহাসের আলোকোজ্জ্বল অধ্যায়
এক আকাশী স্বপ্নের মাটি ছুঁয়ে ফেলার কাহিনী
বাদ দাও , মাটির ঘা’য়ে ঘেঁটে যার নিয়তি এমন স্বপ্নের আমি কেউ নই
সেই ভালো , সেই ভালো ,আমাকে তোমার দ্বিতীয় ভাবনাতেই ফেলে রেখো